For a better experience please change your browser to CHROME, FIREFOX, OPERA or Internet Explorer.
জোয়ারের পানিতে ভেসে গেছে হাতিয়ার নিম্নবিত্তের ছোট্ট কুটির

জোয়ারের পানিতে ভেসে গেছে হাতিয়ার নিম্নবিত্তের ছোট্ট কুটির

বেড়িবাঁধ না থাকায় হাতিয়ার প্রায় ৭ টি ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। সোনাদিয়া, তমরদ্দিসহ কয়েকটি ইউনিয়নে মেঘনার পাড় ঘেঁষে আগের পুরাতন নীচু বেড়িবাঁধ থাকলেও তা কার্যত অকেজো। ছবিতে দেখা যাচ্ছে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা ১ নং ওয়ার্ডে বেড়িবাঁধ ছিঁড়ে জোয়ারের স্রোতে কয়েকটি ঘর ভেসে যাচ্ছে।
হাতিয়া
এতে হাতিয়া উপজেলার স্থানীয় জনপ্রতিনিধির চমর ব্যর্থতা প্রকাশ পেয়েছে। একটানা ৭ বছর আগাগোড়া(হাতিয়ার ভাষায়) ঠিক থাকলেও বৃহত্তর হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের মৌলিক সমস্যা গুলোর কোনো একটির ও সমাধান হয়নি। নদী ভাঙ্গন রোধ, বিদ্যুৎ, চিকিৎসা ও যাতায়াত এই সমস্যা গুলোর সমাধান তো দূরের কথা ক্রমশই অবনতি হচ্ছে। বর্ষা মৌসুমে ভাঙ্গনের তীব্রতা বাড়ছে, ভিটেমাটি হারা হচ্ছে হাজার হাজার পরিবার। আমরা সাধারণ জনতা এই সমস্যা গুলোর দ্রুত সমাধান চাই।

Top